Header Ads

Mitthe noy (মিথ্যে নয়) Lyrics by Habib Wahid

 Song Credit:

  • গানঃ মিথ্যে নয়
  • শিল্পীঃ হাবিব ওয়াহিদ
  • সুরকারঃ হাবিব ওয়াহিদ
  • গীতিকারঃ শফিক তুহিন

Mitthe noy (মিথ্যে নয়) Lyrics

হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।

চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পুরোটায় আনাগোনায়।
চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পরোটা আনাগোনায়।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে।
আদরে আদর এঁকে স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।

No comments

Powered by Blogger.