Ghum Lyrics (sleep) Moontasir Rakib | Odd Signature
Song Credit:
- Song Name: Ghum
- Vocal & Lyricist: Moontasir Rakib
- Back Vocal and Guitar: Ahasan Tanvir Pial
- Guitar pluckings: Arnam Amitab
- Bass: Iftekhar Ika
- Recorded, Mixed, and Mastered at Ashtray Studio
ঘুম লিরিক্স - মুনতাসির রাকিব
খোলা চোখখানা করো বন্ধ
বাতাসের ঠাণ্ডা গন্ধ
বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে
আসো ছোট্ট একটা গান করি
যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে
হাতখানা দিবে কপাল ভরে
ভয় নেই, আছি আমি পাশে
হাতখানা ধরে আছি হেসে
কোলেতে আমার মাথা তোমার।
অন্ধকার রাত, নিশ্চুপ সব
জোনাকির দল আজও জেগে আছে
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের
হাতে রেখে হাত দেখে ঘড়ি
বসে অপেক্ষা করি
কবে হবে কাল, ফুটবে সকাল।
আয়, ঘুম চুম্বন দে তার সারা কপালে
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়
আয়, চাঁদমামা কাছে আয়
যাতে অন্ধকার না হয়
আলোমাখা কপালেতে টিপ টা দে
যাতে কিছু আলোকিত হয়
সে যাতে ভয় না পায়।
পরি আয়, তার দুই হাত ধরে
নিয়ে যা স্বপ্নের খেলাঘরে
যেথা মিলবে তার সুখের ঠিকানায়
তারাদল ছুটে আয় এইখানে
তার ঘুমখানা যাতে না ভাঙে তাই
নিয়ে যা তাকে স্বর্গের বিছানায়
যদি দেখো সেথা আমায়
বসে গান তোমায় শোনাই
তুমি মিষ্টি এক চুমু খেয়ো মোর গালে।
অন্ধকার রাত, নিশ্চুপ সব
জোনাকির দল আজো জেগে আছে
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের
হাতে রেখে হাত দেখে ঘড়ি
বসে অপেক্ষা করি
কবে হবে কাল, ফুটবে সকাল।
আয়, ঘুম চুম্বন দে তার সারা কপালে
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়
আয়, চাঁদমামা কাছে আয়
যাতে অন্ধকার না হয়
আলোমাখা কপালেতে টিপ টা দে
যাতে কিছু আলোকিত হয়।
আয়...
আয়...
Ghum Song Lyrics In English
Open eyes, the cold smell of the closed
air,
flowing outside the house.
Let's do
a small song so that aunty will come and sit next to me and
put her hands on her forehead.
Don't be afraid, I'm next to you,
I'm holding my hand and smiling,
my head in my lap is yours.
The dark night, the quiet, the
jonaki team is still awake,
they may be waiting for you to sleep.
I look at my hand and watch the clock,
sit and wait,
when it will be tomorrow, it will be morning.
Come sleep
kisses all over his forehead,
so that all that comes to sleep becomes silent,
come to the moonmama,
so that it is not dark,
put the tip on the lighted forehead so that
something is illuminated,
so that he may not be afraid, so that he will not get scared.
The fairy income
is holding both his hands which will be the happy address of the dream room
where he will find it.
The group of stars rushed here
so that his sleep would not be broken so that he would be
in the bed of heaven.
If you see me,
sit down and sing to you
, you will have a sweet kiss on my cheek.
All
the Jonaki's group is still awake in the dark night,
they may be waiting for you to sleep.
I look at my hand and watch the clock,
sit and wait,
when it will be tomorrow, it will be morning.
Come on to kiss the sleep all over
his forehead,
so that all that comes to sleep becomes silent,
come to the moon,
so that it is not dark,
put the tip on the lighted forehead so that,
something is illuminated, ah..


No comments