Keno Emon Hoy (কেন এমন হয়) Lyrics by Habib Wahid
Song Credit:
- গানঃ কেন এমন হয়
- শিল্পীঃ হাবিব ওয়াহিদ
- অ্যালবামঃ অবশেষে
Keno Emon Hoy (কেন এমন হয়) Lyrics
ল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।
আধার ঘরে একলা আমি , স্বপ্ন ছেড়ে দুঃস্বপ্নে নামি
স্মৃতি গুলি সব পিছে পড়ে রয়।
বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।
হৃদয় ছিঁড়ে গেলে তুমি , সবার মাঝেও আজ একলা আমি,
পৃথিবীটা বড় শূন্য মনে হয়।
হৃদয় ছিঁড়ে গেলে তুমি , সবার মাঝেও আজ একলা আমি,
পৃথিবীটা বড় শূন্য মনে হয়।
বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।
%20Lyrics%20by%20Habib%20Wahid.jpg)

No comments