Header Ads

AMI TOMAR GOLPO HOBO ( আমি তোমার গল্প হবো ) LYRICS - MINAR RAHMAN

Song Info:

  • Song Name : Ami Tomar Golpo Hobo 
  • Singer : Minar Rahman 
  • Lyrics : Minar Rahman
  • Drama : CloseUp Kache Ashar Golpo

নিজেকে আজ হারিয়ে কোথায় আছি,
এই শহরে কেন মিছে এই কান্নাকাটি,
তুমি যেথা যাও, সেথায় চেয়ে থাকি,
আমি তোমার সঙ্গে যাবো....।

তুমি নীরবে একা দাঁড়িয়ে কাকে ভাবো?
দূরে আকাশটা যেন চাইছে তাকেই ডাকো...
তাই যেথা যাও, সেথায় ছুঁটে চলি...।

আমি তোমার গল্প হবো,
আমি জানি না, কেন জানি না...
কোন সে মায়াতে পড়ছি বাঁধা...
আমি পারি না, আর তো পারি না,
ভুলে থাকতে তোমায় একা...
আমি জানি না, বুঝি না, যায় কি,
ভালোবাসা.....।

ধুলো পড়া এই পথটায় হেটে চলা,
কত কি আছে, তার কিছুই হয়নি বলা...
তুমি যেথা যাও, সেথায় চেয়ে থাকি,
আমি তোমার সঙ্গে যাবো....।

তবে হবে কি, ওই দূরের দূরের তাঁরা,
চলো দু'জনে, দেখি জোছনার ঘরে ফেরা...
তাই যেথা যাও, সেথায় ছুঁটে চলি,
আমি তোমার গল্প হবো.......।

আমি জানি না, কেন জানি না,
কোন সে মায়াতে পড়ছি বাঁধা...
আমি পারি না, আর তো পারি না, ভুলে থাকতে তোমায় একা...।
আমি জানি না, বুঝি না,যায় কি,
ভালোবাসা।

আমি জানি না, কেন জানি না,
কোন সে মায়াতে পড়ছি বাঁধা...
আমি পারি না, আর তো পারি না,
ভুলে থাকতে তোমায় একা...। 

আমি জানি না, বুঝি না, যায় কি,
ভালোবাসা।
আমি জানি না, বুঝি না, যায় কি,
ভালোবাসা।

No comments

Powered by Blogger.