Tumio | Minar Rahman | Lyrics
Tumio Lyrics
Song Info:
- Song: Tumio
- Singer: Minar
তোমাকে অনেক দিন হয় দেখিনা
কেমন আছো তা জানিনা
তোমার চোখের কোনে লুকিয়ে
আমার ঠিকানা।
কেমন আছো তা জানিনা
তোমার চোখের কোনে লুকিয়ে
আমার ঠিকানা।
বাতাসে উড়ছে কি তোমার ঐ চুল
অথবা ছোট্ট কানের দুল
আজও কি আমায় খোজো তুমি
হারিয়ে সীমানা।
তুমিও কি আমার সাথে বৃষ্টি হবে
তুমিও কি আমার মাঝে জোনাকি হয়ে জ্বলবে
আমিও তো গাইবো শুধু জোছনার গান
মুছে ফেলে যত গ্লানি শত অভিমান...।
No comments