Hridoyer Daak (হৃদয়ের ডাক) Lyrics - Minar Rahman
Hridoyer Daak (হৃদয়ের ডাক)
Song Info:
- Song: Hridoyer Daak
- Singer: Minar Rahman
- Music: Sajid Sarker
- Lyrics: Someshwar Oli
- Cast: Apurba & Tanjin Tisha
- Label: Gaanchill Music
Hridoyer Daak (হৃদয়ের ডাক) Lyrics in Bengali:
জল নেই চোখে, পুড়ে;
ঘুরে ফিরি রোদ্দুরে।
ছায়া তুমি কার।
তুমি যে কার!!
ঘুম ঘোর ভেঙে চুরে।
এলোমেলো মন জুড়ে।
মায়া তুমি কার?!
তুমি যে কার!!
যেদিকে তাকাই, তুমি শুধু।
একটা কিছু বলে যাও।
মনের কোণে পড়ে আছি,
খুঁজে নাও।
এ হৃদয়ের ডাকে তুমি,
সাড়া দাও।
প্রিয় সুরে পুরোনো গান,
অথবা পিছুটান তুমি।
নীচেও অভিমান রাখি শুধু
আর তুমি।
প্রশ্নের ভাঁজ খুলে,
শুরু আর শেষ খুলে।
আমার চোখে তাকাও।
মনের কোণে পড়ে আছি,
খুঁজে নাও।
এ হৃদয়ের ডাকে তুমি,
সাড়া দাও।
ভালোবাসার গভীরেতে,
অথবা পুরোটাই ফাঁকি।
তুমি অযথা দূরে,
আমি তোমাকেই ডাকি।
গল্পের দিন ফেলে,
কতদূর কেউ গেলে
আদর গালে মাখা।
মনের কোণে পড়ে আছি,
খুঁজে নাও।
এ হৃদয়ের ডাকে তুমি,
সাড়া দাও।
Hridoyer Daak (হৃদয়ের ডাক) Lyrics in English:
Jol nei chokhe, purey;
Ghure phiri roddure.
Chaya tumi kar.
Tumi je kar.
Ghum ghor bhenge chure.
Elomelo mon jure.
Maya tumi kar!!
Tumi je kar.
Je takai tumi shudhu.
Ekta kichu bole jao.
Moner kone porey achi.
Khunje nao.
Ei hridoyer daak a tumi,
Sara dao.
No comments