Bhul Sohore | Minar Rahman | Lyrics
Bhul Sohore - Minar Rahman
Song Info:
- Song: Bhul Sohore
- Singer: Minar Rahman
- Lyric: Minar
- Tune & Music: Sajid Sarkar
Bhul Sohore - Lyrics
কোথায় হঠাত হারিয়ে তুমি
বদলে পথের ঠিকানা
দেখছি কেবল।
চার দেয়ালের হাহাকার
বইছে না দখিন হাওয়া
স্তব্ধ মোহের সীমানা
শুনছি একা।
কাঠগোলাপের চিৎকার
অনেক অভিমানের বন্ধ দরজা
আর তো কেউ নাড়েনা কড়া
একটি বার শুধু আর একটি বার।
দাওনা মোরে সাড়া
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে।
এই ভুল শহরে
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে।
এই ভুল শহরে
এই ভুল শহরে
বদলে যাওয়া ঘোরের পৃথিবী
বদলে অবুঝ শিহরণ।
আনমনেতে ইচ্ছেগুলোর অজুহাত
কথা ছিলো দেখবো দুজনে
উড়তে থাকা শঙ্খচিল
আকাশ পানে।
বাড়িয়ে আবার দুটো হাত
অনেক অভিমানের বন্ধ দরজা
আর তো কেউ নাড়েনা কড়া
একটি বার শুধু আর একটি বার।
দাওনা মোরে সাড়া
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে।
এই ভুল শহরে
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে।
এই ভুল শহরে
এই ভুল শহরে
No comments