Header Ads

Bhul Sohore | Minar Rahman | Lyrics

Bhul Sohore - Minar Rahman

Song Info:

  • Song: Bhul Sohore
  • Singer: Minar Rahman
  • Lyric: Minar
  • Tune & Music: Sajid Sarkar


Bhul Sohore - Lyrics

কোথায় হঠাত হারিয়ে তুমি
বদলে পথের ঠিকানা
দেখছি কেবল

চার দেয়ালের হাহাকার
বইছে না দখিন হাওয়া
স্তব্ধ মোহের সীমানা
শুনছি একা

কাঠগোলাপের চিৎকার
অনেক অভিমানের বন্ধ দরজা
আর তো কেউ নাড়েনা কড়া
একটি বার শুধু আর একটি বার

দাওনা মোরে সাড়া
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে

এই ভুল শহরে
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে

এই ভুল শহরে
এই ভুল শহরে
বদলে যাওয়া ঘোরের পৃথিবী
বদলে অবুঝ শিহরণ

আনমনেতে ইচ্ছেগুলোর অজুহাত
কথা ছিলো দেখবো দুজনে
উড়তে থাকা শঙ্খচিল
আকাশ পানে

বাড়িয়ে আবার দুটো হাত
অনেক অভিমানের বন্ধ দরজা
আর তো কেউ নাড়েনা কড়া
একটি বার শুধু আর একটি বার

দাওনা মোরে সাড়া
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে

এই ভুল শহরে
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে

এই ভুল শহরে
এই ভুল শহরে

Bhul Sohore Mp3 - Click Here



Bhul Sohore - Video Song


No comments

Powered by Blogger.