Header Ads

Baundule ( বাউন্ডুলে ) Song Lyrics | Minar Rahman

Baundule ( বাউন্ডুলে ) - Minar Rahman

Song Info:

  • Album: Baundule
  • Singer: Minar
  • Lyric: Robiul Islam Jibon
  • Label: Cd Choice



Baundule (বাউন্ডুলে ) Song Lyrics

ইচ্ছে গুলো আমার মত
একটু বাউন্ডুলে, 
মনের যত অবুঝ কথা 
হয়না বলা খুলে।

ভাবছি এবার সময় করে 
যাবো তোমার বাড়ি, 
ভালোবাসি বলব তোমায় 
ভেঙ্গে সব আড়ি।

ভাবছি এবার সময় করে 
যাবো তোমার বাড়ি, 
ভালোবাসি বলব তোমায় 
ভেঙ্গে সব আড়ি।

তুলে নেবো সেমি কোলন 
কমা কিংবা দাড়ি।

ছোট্ট করে পাই যদি 
তোমার অনুমুতি, 
রাখবো না আর আড়াল করে 
আমার অনুভুতি।

ছোট্ট করে পাই যদি 
তোমার অনুমুতি, 
রাখবো না আর আড়াল করে 
আমার অনুভুতি।

তুলে নেবো সেমি কোলন 
কমা কিংবা দাড়ি। 

তোমায় নিয়ে পাড়ি দেবো 
রূপকথারই দেশে, 
ছায়া হয়ে থাকবো তোমার 
পথের শুরু শেষে।

তোমায় নিয়ে পাড়ি দেবো 
রূপকথারই দেশে, 
ছায়া হয়ে থাকবো তোমার 
পথের শুরু শেষে।

তুলে নেবো সেমি কোলন 
কমা কিংবা দাড়ি। 

ইচ্ছে গুলো আমার মত
একটু বাউন্ডুলে , 
মনের যত অবুঝ কথা 
হয়না বলা খুলে।

ভাবছি এবার সময় করে 
যাবো তোমার বাড়ি , 
ভালোবাসি বলব তোমায় 
ভেঙ্গে সব আড়ি।

ভাবছি এবার সময় করে 
যাবো তোমার বাড়ি , 
ভালোবাসি বলব তোমায় 
ভেঙ্গে সব আড়ি।

[ সমাপ্ত ]

Download Baundule (বাউন্ডুলে ) Mp3 Click Here



Baundule (বাউন্ডুলে ) Video Song


No comments

Powered by Blogger.