Header Ads

KHOJ ( খোঁজ ) Song Lyrics | Minar Rahman

Khoj ( খোঁজ ) - Minar Rahman

Song info:

  • Song : KHOJ
  • Singer : Minar Rahman
  • Album : Khoj
  • Music : Rezwan Sheikh
  • Lyricist : Snahashish Ghosh
  • Director : Mahmudur Rahman Hime
  • Label: Central Music & Video (CMV)
  • Released Date : 8/9/2016


KHOJ ( খোঁজ ) Song Lyrics


জানিনা আমি... কে তুমি , 
থাকো... কোথায়। 

অচেনা থেকে... মিশেছো,  
ভালো... লাগায়। 

আছি আমি তোমার খোঁজে, 
জানিনা পাবো কি না,
খুঁজে...।

পৃথিবীটা গোল, দেখা হতেও পারে,
আছি আমি সেই... আসায়... 

বাঁচিয়ে রেখেছে, এই আশাটা,
এখনও যে আমায়।

মন থেকে কিছু চাওয়া হলে,
ঠিকই নাকি পাওয়া যায়।

মন থেকে তো চাইছি আমিও
খুঁজে কি পাবো তোমায়......

পৃথিবীটা গোল, দেখা হতেও পারে,
আছি আমি সেই... আসায়...

বাঁচিয়ে রেখেছে, এই আশাটা,
এখনও যে আমায়।

কোটি মানুষের... ভিড়ের মাঝে... 
পেয়েছি তোমায়... খুঁজে।

এই অনুভূতি বোঝানোর নয়,
হৃদয় ছুঁয়ে নাও বুঝে...

পৃথিবীটা গোল... দেখা হয়েছে তাই,
তোমার সাথে আমার...

খুঁজে যখন... পেয়েছি তোমায়
হারাতে দেবো না আর

খুঁজে যখন... পেয়েছি তোমায়
হারাতে দেবো না আর।

[ সমাপ্ত ]



KHOJ ( খোঁজ ) Video Song


No comments

Powered by Blogger.