Ami Chole Jabo (আমি চলে যাবো) Lyrics - Minar Rahman
শিরোনাম : আমি চলে যাবো
কন্ঠ : মিনার রহমান
আমি যাবো চলে ,
সাথে নিয়ে ঐ নীল আকাশ।
তুমি পাশে রবে কিনা জানিনা।
তুমি ছিলে পাশে ,
সাথে ছিলো রূপালী রোদ ,
তবুও তোমার গল্প হয় নি শোনা
হয় নি শোনা
সব ভুলে আমি ,
যাবো তোমারই কাছে ,
সব ভেঙে আমি ,
যাবো তোমারই কাছে।
কোন অভিমানে দু'চোখের
কান্না মুছে ,
দূর কোনো পথের বাঁকে ,
স্বপ্নের খোঁজে।
মিছে কিছু প্রশ্ন
হঠাৎ কেন এলোমেলো ,
অজানা সে উত্তর খুঁজি ,
তোমার ঠিকানায়।
তুমি কি এখনো ,
আগের মতো সুর হয়ে ,
ছন্দ খোঁজো শুধু
আমার ঠিকানায় ,
আমার ঠিকানায়।
সব ভুলে আমি যাবো
তোমার কাছে ,
সব ভেঙে আমি ,
যাবো তোমার কাছে।
কোন অভিমানে দু'চোখের
কান্না মুছে ,
দূর কোনো পথের বাঁকে ,
স্বপ্নের খোঁজে।
জানি তুমি এখনো
আমায় ভাবো নীরবে ,
জেনে রাখো আমায় পাবে ,
নিয়মের আড়ালে।
আমি যাবো চলে ,
সাথে নিয়ে ঐ নীল আকাশ।
তুমি পাশে রবে কিনা জানিনা।
তুমি ছিলে পাশে ,
সাথে ছিলো রূপালী রোদ ,
তোমায় পাবো কি পাবো না
তা জানি না।
No comments