Beyakoron (ব্যাকরণ) Lyrics - Minar Rahman
শিরোনাম : ব্যাকরণ
কন্ঠ : মিনার রহমান
জানো কী তুমি পৃথিবীতে,,
সেই একজন,,।
বিশেষীত করতে যাকে,,,
পাইনা বিশেষণ,,।
জানো কী তুমি পৃথিবীতে,,
সেই একজন,,।
বিশেষীত করতে যাকে,,,
পাইনা বিশেষণ,,।
তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন,,
সৃষ্টি করবো তোমার জন্য নতুন ব্যাকরণ।
শুনতে কী পাও আমার কথা,,
বলছে মন,,
তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন।
দেখেছে চাঁদ যেদিন তোমায়
সেদিনের পর থেকে রূপের লাজে,,
মেঘের ভাঁজে,,
লুকিয়েছে নিজেকে,,।
বলতে পারো তুমি এত সুন্দর কেন হলে.?
দিনের পর দিন,,
ডুবে জ্বলেছি,,,
মুগ্ধতার অথলে,।
চেনা কী আছে পৃথিবীতে,,
তুমি সেই জন।
বিশেষীত করতে যাকে,,
বিশেষণ প্রয়োজন,,,,।
তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন,,।
সৃষ্টি করবো তোমার জন্য নতুন সমীকরণ,,।
শুনতে কী পাও,,
আমার কথা বলছে এ মন,,
তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন,,।
দেখেছে চাঁদ যেদিন তোমায়,
সেদিনের পর থেকে রূপের লাজে,
মেঘের ভাঁজে,
লুকিয়েছে নিজেকে।
শুনতে কী পাও আমার কথা,
বলছে এ মন,,
তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন।
দেখেছে চাঁদ যেদিন তোমায়,
সেদিনের পর থেকে,
রূপের লাজে,,,
মেঘের ভাঁজে,,,
লুকিয়েছে নিজেকে,,।
নিজেকে,,,
“জানো কী তুমি পৃথিবীতে,,—
No comments