Songkher Tire (শঙ্খের তীরে) - Minar Rahman
Songkher Tire (শঙ্খের তীরে)
Song Info:
- শিরোনামঃ শঙ্খের তীরে
- কথাঃ মিনার
- কন্ঠঃ মিনার
- সুরঃ মিনার
- অ্যালবামঃ আড়ি
- সঙ্গীতায়োজনঃ তাহসান
এই শহরের কোন রাস্তার ধারে
ইট ঘেরা কোন দেয়ালের ওপারে
ধূসর কোন কবিতার বইয়ে
পথ হারা শত পথিকের ভীড়ে রোজ
আমি তোমাকেই খুঁজি
শুধু তোমাকেই খুঁজি
আর চিরচেনা সেই শঙ্খের তীরে
হয়তো বা দুঃস্বপ্নের ভীরে
ক্লান্তি আর কষ্টের মোহে
অন্ধাকারকে সঙ্গী করে একা
আমি দাড়িয়ে থাকি
শুধু দাড়িয়ে থাকি
যতটাই দূরে থাকো
শুধু একবার ঐ দুরের
বিস্তৃত আকাশটাকে দেখ
শুধু একবার ঘাস ফুলের সাথে
নীল আরও নীল ছবি আঁক
ঐ দক্ষিণ খোলা জানালা
আর বৃষ্টির হাহাকার
ডাকছে আবার
No comments