Itihash (ইতিহাস) Lyrics by Shohure Rupkotha | Social Circus
Song Credit:
- Band Lineup:
- Vocal: Rifat
- Guitar: Taseen
- Guitar: Abid
- Bass: Baizid
- Drums: Sam
- Lyrics: Saeed
Itihash (ইতিহাস) Lyrics
সময়টা আজ খুব মনে পড়ে
বিশাল উদারাকার একটা সমূদ্র
ঢেউ উত্তাল হয়ে আস্ত বড় সূর্যটাকে গিলে
আমি শব্দ শুনতে পাই, দূর থেকে ভেসে আসে
ফিরে আসে আবার ভেসে চলে যায়
বিশাল উদারাকার একটা সমূদ্র
ঢেউ উত্তাল হয়ে আস্ত বড় সূর্যটাকে গিলে
আমি শব্দ শুনতে পাই, দূর থেকে ভেসে আসে
ফিরে আসে আবার ভেসে চলে যায়
আমি ছুতে গিয়েও হোচট খাই
কখনও আধারে কখনও বা একা
আমার পিছনে ফেলে আসা ইতিহাস
যেখানে মুখ গুঁজে পড়ে থাকে তোমার কথা
আমার পিছনে ফেলে আসা ইতিহাস
যেখানে মুখ গুঁজে পড়ে থাকে তোমার কথা
কখনও আঁধারে কখনও বা একা
যেখানে মুখ গুঁজে পড়ে থাকে তোমার কথা
আমার পিছনে ফেলে আসা ইতিহাস
যেখানে মুখ গুঁজে পড়ে থাকে তোমার কথা
কখনও আঁধারে কখনও বা একা
কখনও তুমিহীন, তোমারি পথে চলা
ধুলো জমে থাকে আমাদের শরীরে
নিজেকে কেন যেন হারিয়ে ফেলি ছায়ায়
ফিরে দেখা তোমায় শুধু পচন ধরা স্মৃতির সাথে
কখনও আঁধারে কখনও বা একা
কখনও তুমিহীন, তোমারি পথে
No comments