Header Ads

Eka Ekela Mon (একা একেলা মন) Lyrics | Chirodini Tumi Je Amar 2 Lyrics | Arjun Chakraborty | Arijit Singh | SVF

Song Credit:
  • Film: Chirodini Tumi Je Amar 2.
  • Starring: Arjun Chakraborty, Urmila Mahanta, Riddhi Sen, Bihu, Ena Saha, Kharaj Mukherjee.
  • Producer: Shree Venkatesh Films.
  • Presenter: Shrikant Mohta & Mahendra Soni
  • Direction: Soumik Chattopadhyay
  • DOP: Madhu Shee
  • Singer: Arijit Singh
  • Music: Jeet Gannguli.
  • Lyrics: Prasen

Eka Ekela Mon (একা একেলা মন) Lyrics
একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন

একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন

ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন

ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়
তুমি হেঁটে গেলে
ভেঙ্গেচুরে আমি, বসে আছি দেখ
তুমি আসবে বলে

ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়
তুমি হেঁটে গেলে
ভেঙ্গেচুরে আমি, বসে আছি দেখ
তুমি আসবে বলে

মুখের আদলে কত কি যে বলে হারালে এখন
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন

কিছু আশা বাকি, ভালোবাসা বাকি
আরও কত কি যে
ফিরে এসো কাছে, কথা জমে আছে
হাজার বৃষ্টি ভিজে

কিছু আশা বাকি, ভালোবাসা বাকি
আরও কত কি যে
ফিরে এসো কাছে, কথা জমে আছে
হাজার বৃষ্টি ভিজে

আশেপাশে চলো, তবুও না বলো, হলো কি এমন?
আনমনা মন কেমন
মনমরা মন কেমন

একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন

ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন

No comments

Powered by Blogger.