Header Ads

Utsho । উৎস Song Lyrics by Tahsan

উৎস | Utsho - Tahsan | Lyric

Song Info:

Credits:

  • Voice: Tahsan
  • Words: Tahsan
  • Guitars: Ershad
  • Mixing Magic: Duray
  • Recording Tricks: Duray
  • Labor Room: Sound Garden


    শূন্য শীতল নিস্তব্ধ পৃথিবীতে
    একটি সূক্ষ্ম উষ্ণতা
    বায়ুর সমতা দুলিয়ে
    ভেসে আসে এক প্রশান্তি।

    অনুভূতির চুড়ান্তে
    শিহরণ জাগানো
    এক সুস্বর ধ্বনি।

    কখনো বুঝতে পারবোনা
    কখনও প্রকাশ হবে না
    জানবো না সুরের উপলব্ধি
    দিতে পারবোনা দৃঢ় প্রেরণা।

No comments

Powered by Blogger.