Header Ads

Bhalo Achi | ভালো আছি Lyrics by Tahsan | Bangla Song

Song info:

  • Song: Bhalo Achi
  • Singer: Tahsan
  • Lyrics : Mehedi Hasan Limon
  • Tune & Music: Arup
  • Produced and Distributed by Central Music and Video [CMV]

ভালো আছি  লিরিক্স - তাহসান

ভাবছি তোমায় ভুলে যাবো
আমাকে আমি গুছিয়ে নেবো।
অনেক তো হলো আর কত বলো?
অশ্রু জলে ব্যেথা লুকাবো। ও হো
আমি ভালো আছি তুমি ভালো থেকো,
আমি ভালো আছি তুমি ভালো থেকো।

ঘুম নেশাহীন চোখ আমার
মেঘ আকাশে দুঃখ রাখি,
চাঁদ লুকোনো একা রাতে
মাটিতে জলের নকশা আঁকি।
অনেক তো হলো আর কত বলো?
অশ্রু জলে ব্যেথা লুকাবো। ও হো..
আমি ভালো আছি তুমি ভালো থেকো,
আমি ভালো আছি তুমি ভালো থেকো।

চুপ বোকা মন, যায় কেঁদে যায়
সব চোখের আড়ালে থেকে যায়,
নিয়ম করে, সুখবর আসে
তাও চলে যায় ভুল ঠিকানায়।
অনেক তো হলো আর কত বলো?
অশ্রু জলে ব্যেথা লুকাবো। ও হো ..
আমি ভালো আছি তুমি ভালো থেকো,
আমি ভালো আছি তুমি ভালো থেকো।

No comments

Powered by Blogger.