Header Ads

Tumi Tomar Moto ( তুমি তোমার মতো ) Song Lyrices- Minar Rahman

Tumi Tomar Moto ( তুমি তোমার মতো ) Lyrics

Song Info:

  • Song: Tumi Tomar Moto
  • Singer: Minar Rahman
  • Music : Shaker Raza
  • Lyrics : Minar Rahman
  • Tune : Minar Rahman
  • Label: Minar Rahman


কোন এক রুপালি দুপুরে,
তোমার সাথে দেখা,
কেন তা বুঝেও বুঝি না?
জানালার কাচে থমকে থাকে
অবুঝ কিছু কথা,
যেন তা শুনেও শুনছো না।


কোন এক রুপালি দুপুরে,
তোমার সাথে দেখা,
কেন তা বুঝেও বুঝি না?
জানালার কাচে থমকে থাকে
অবুঝ কিছু কথা,
যেন তা শুনেও শুনছো না।
 
আমি তোমায় খুঁজে বেড়াই,
ঘুরে ঘুরে হারাই,
তুমি অবাক চোখে
তাকিয়ে কাকে দেখো,
ঘুম ভাঙা শহরে অচেনা প্রহরে।

উদাসী এক বিকেলে,
নিজেকে ছাড়িয়ে,
আমি তোমায় নিয়ে
কোথায় যাবো জানি না।

হা হা হারিয়ে,
অথবা পালিয়ে।
তুমি তোমার মতো,
আমি নিজেরই মতো।

পাওয়া না চাওয়াতে,
চাওয়া না পাওয়ারই ঠিকানা,
মুছে গিয়েছে সব সীমানা।

বিবাগি বাতাসে
উড়ছে ভালোবাসা,
তুমি তা দেখছো কি দেখছো না।

আমি তোমায় খুঁজে বেড়াই,
ঘুরে ঘুরে হারাই,
তুমি অবাক চোখে
তাকিয়ে কাকে দেখো,
ঘুম ভাঙা শহরে অচেনা প্রহরে।

উদাসী এক বিকেলে,
নিজেকে ছাড়িয়ে,
আমি তোমায় নিয়ে
কোথায় যাবো জানি না।

হা হা হারিয়ে,
অথবা পালিয়ে।
তুমি তোমার মতো -
আমি নিজেরই মতো।
তুমি তোমার মতো -
আমি নিজেরই মতো

No comments

Powered by Blogger.