JODI TUMI JANTE (যদি তুমি জানতে) Lyrics - Minar Rahman
■Song: JODI TUMI JANTE(যদি তুমি জানতে)
■Vocal: Minar Rahman
■Lyric : A Mizan
■Tune & Music : Ahmmed Humayun
যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে এ বুকে,
যদি তুমি জানতে কতটা ক্ষত তোমার অসুখে,
তবে খুজতে না ভুল ভুলের ঠিকানায়,
যদি তুমি জানতে।
আমার ঝাপসা চোখের বারান্দাতে,
দীর্ঘশ্বাসের জ্বল ,
আমার মুঠোয় বন্দী এখন শুধুই সৃতির দল
রোদেলা সময় হয়েছে মেঘ ,
তোমারই নামে পরেছে আবেগ,
তবু পথ খুজে যায় পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের বারান্দাতে,
দীর্ঘশ্বাসের জ্বল ,
আমার মুঠোয় বন্দী এখন শুধুই সৃতির দল।
জ্বল ছুয়ে যায় চোখে বারে বার,
তুমি না ফিরলে আমি হবো কার?
তাই পথ খুজে যায় পথের সীমানায় ।
আমার ঝাপসা চোখের বারান্দাতে,
দীর্ঘশ্বাসের জ্বল ,
আমার মুঠোয় বন্দী এখন শুধুই সৃতির দল।
No comments