Header Ads

Pagol (পাগল) Minar Rahman

Pagol (পাগল) Minar Rahman

  • Song : Pagol (পাগল)
  • Singer : Minar
  • Lyricist : Snehashis Ghosh
  • Tune : Minar
  • Composer : Rezwan Shekh
  • Direction: Saikat Nasir



পাগল এই দুটি চোখ তোমায় দেখবে বলে
অবুঝ এই হৃদয় তোমার নামে চলে
পাগল এই দুটি চোখ তোমায় দেখবে বলে
অবুঝ এই হৃদয় তোমার নামে চলে।

ভালবাসার নদীটায় কুল কিনারাতে
আজ বলে নদীটা ভাসবো এভাবে।

পাগল এই দুটি চোখ তোমাই দেখবে বলে
অবুঝ এই হৃদয় তোমার নামে চলে [২]

তোমায় প্রথম দেখার পরে ভাবনায় পরেছি
পরে আছি এখনো আজ নিজেকে ভুলেছি [২]

ভালবাসার নদিটায় কুল কিনারাতে
আজ বলে নদীটা ভাসবো এভাবে

জিবন যেমন চলছে এখন চলে যদি এভাবে
পোড়া মনের ধোওয়া বল নেভাবো কিভাবে
ভালবাসার নদীটায় কুল কিনারাতে
আজ বলে নদীটা ভাসবো এভাবে।

পাগল এই দুটি চোখ তোমায় দেখবে বলে
অবুঝ এই হৃদয় তোমার নামে চলে।

পাগল এই দুটি চোখ তোমায় দেখবে বলে
অবুঝ এই হৃদয় তোমার নামে চলে।

ভালবাসার নদীটায় কুল কিনারাতে
আজ বলে নদীটা ভাসবো এভাবে।



Pagol (পাগল) Video Song By Minar Rahman

 

No comments

Powered by Blogger.