Ki Tomar Nam (কি তোমার নাম) Minar Rahman
Ki Tomar Nam (কি তোমার নাম)
- Song: Ki Tomar Nam
- Singer: Minar Rahman
- Lyrics: Asif Iqbal
- Tune & Composition: Minar
- Music Producer: Sajid Sarker
- Director & Edit: Taneem Rahman Angshu
- Cinematographer: Raju Raj
- Music Label: Gaanchill Music
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও। [2]
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম। [2]
কেন আবেগ মাখো অবিরাম,
কখনো উড়াও..., কখনো ভাসাও ...
কখনো ভাবাও... কখনো হাসাও। [2]
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর,
তারায় তারায়।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা। [2]
কোথায় থাকো ? কি তোমার নাম ?
কেন আবেগ মাখো অবিরাম। [2]
কেন আবেগ মাখো অবিরাম......।
কখনো উড়াও.., কখনো ভাসাও ...
কখনো ভাবাও... কখনো হাসাও। [2]
কখনো হাসাও......
No comments