Header Ads

Dhaka Mukhi Train | ঢাকামুখী ট্রেন মিনার Lyrics

Dhaka Mukhi Train | ঢাকামুখী ট্রেন Lyrics

Song Info:

  • Song: Dhaka Mukhi Train
  • Artist: Minar Rahman
  • Album: Single Tracks


এমনি এক সন্ধে সন্ধে আলোতে
না বুঝি এই বাকি লেন-দেন,
আমাকে পেছনে ফেলে রেখে
চলে গেলো ঢাকা মুখী ট্রেন।

এমনি এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে
জানি তুমি ছিলে তার কোনো কোণে
চোখ ভেজা ভেজা ছিলো জলে।

শীত আসবে আসবে বলে-কয়ে
সেও গেলো সেই ট্রেনে চলে।

তাই মেনে নিতে পারি নি এই ঝড়
একা একা লাগে
একা একা লাগে এই শহর।

এমনি এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে।

আজো সন্ধ্যা সন্ধ্যা আসে ফিরে
ট্রেন আসে চেনা পথে তার
থেমে যাওয়া ট্রেনে রাখি চোখ
নেমে আসে নাতো কেউ আর (২)

তাই মেনে নিতে পারি নি এই ঝড়
একা একা লাগে
একা একা লাগে এই শহর।

এমনি এক...

থাকে শহরের কিছু অভিমান
তোমাকে হারিয় গেছে জেনে
আমার মতই সেও দেখি
চোখ রেখে যায় রোজ ট্রেনে(২)

তাই মেনে নিতে পারি নি এই ঝড়
একা একা লাগে
একা লাগে এই শহর।

এমনি এক সন্ধে সন্ধে আলোতে
না বুঝি এই বাকি লেন-দেন
আমাকে পেছনে ফেলে রেখে
চলে গেলো ঢাকা মুখী ট্রেন।

ওহ ও ওহ
এমনি এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে
উহ উউউ উহ
#MinarForever



Dhaka Mukhi Train | ঢাকামুখী ট্রেন Lyrics


No comments

Powered by Blogger.