Shopoth Lyrics - Minar Rahman
Shopoth Lyrics - Minar
Song Info:
- Song Name : Shopoth
- Singer : Minar Rahman
- Lyrics : Minar Rahman
সব যেন আছে আগের এ মত।
শুধু হারিয়ে গেছে দু জনের দুটো পথ।
জানিনা ভুলে গেছো কি তুমি।
আমি ভুলিনি সেদিনের নেওয়া শপথ।
তুমি ছিলে আছো আজও
তুমি থাকবে এ মনে।
খুব নিরবে জরিয়ে ধরে
বুকের ঘরে এক কোণে।
জীবন হয়ত যাবে কেটে
কান্না-হাসি নিয়মে অনিয়মে।
তুমি রবে তোমারি মত।
তোমার জন্য কথা জমা নীল খামে।
তুমি ছিলে আছো আজও
তুমি থাকবে এ মনে।
খুব নিরবে জরিয়ে ধরে
বুকের ঘরে এক কোণে।
যাও দৃষ্টির অগোছরে যত
যেন তুমি হারাবেনা।
শত মানুষের ভিড়ে,
খুজব তোমার ঠিকানা।
জম্ন থেকে জম্নান্তরে,
সৃতি যাবে রয়ে।
তুমি ছিলে আছো আজও
তুমি থাকবে এ মনে।
খুব নিরবে জরিয়ে ধরে
বুকের ঘরে এক কোণে।[২]
No comments