Header Ads

Chader Golpo | Minar Rahman

চাঁদের গল্প Lyrics

Song Info:
গান : চাঁদের গল্প
কণ্ঠ : মিনার
গীতিকার : ফয়সাল রাব্বিকীন
সুর ও সংগীত : সাজিদ সরকার
অ্যালবাম : চাঁদের গল্প
লেবেল : ঈগল মিউজিক


একলা প্রহরী হয়ে জেগে থাকব
সারা রাত ,
চাঁদ যেন হয় না চুরি
হয় না যেন প্রভাত।

জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ ,
চেয়ে দেখবো অবিরত
এমনই এক রাতের খোঁজে
আমি জেগেছি কত।

চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে দেবে।

উষ্ণ ছোঁয়ায় তারাগুলো
উৎসবে হবে রত
জোছনা প্লাবনে ভেসে ভেসে
অচেনাতে হারাবো।

বাঁধা যত সব দূরে ঠেলে
নিয়মটা ছাড়াবো ,
অচিন মায়ায় মুছে যাব
মনের জমা সব ক্ষত।

চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে।

চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে দেবে।

রাত জোছনা হবে না শেষ হবে না
এই ... ভালোবাসা , আজ ফুরবে না ,
একলা প্রহরী হয়ে জেগে থাকব

সারা রাত ,
চাঁদ যেন হয় না চুরি
হয় না যেন প্রভাত।

জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ ,
চেয়ে দেখবো অবিরত
এমনই এক রাতের খোঁজে
আমি জেগেছি কত।

চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে।

চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে দেবে।

No comments

Powered by Blogger.