Ure Ure (উড়ে উড়ে) Lyrics - Minar Rahman | Bangla Song 2022
Ure Ure (উড়ে উড়ে) - Minar Rahman
Ure Ure Song Credit:
- Song: Ure Ure | উড়ে উড়ে
- Vocal: Minar Rahman
- Lyrics, Tune & Composition: Minar Rahman
- Record Label: Gaanchill Music
- Producer: Asif Iqbal
উড়ে উড়ে গানের লিরিক
তুমি হঠাৎ কোথায় বলো হারিয়ে
আর ডাকনি আমায় হাত বাড়িয়ে
তবু তোমার কাছেই ফিরে যাই
কেন তোমার কাছেই ফিরে যাই।
তুমি অভিমান করেছিলে আসনি
আমি জানালার কাচঁ ছুঁয়ে হাসিনি
তবু মেঘে মেঘে বেলা বয়ে যায়
তবু মেঘে মেঘে বেলা বয়ে যায়।
আমি উড়ে উড়ে যাব কোনখানে
আমি উড়ে উড়ে যাব কোনখানে
আমি উড়ে উড়ে যাব কোনখানে
আমি উড়ে উড়ে যাব কোনখানে।
কথা হবে
দেখা হবে
ফের ভালোবাসা হবে
দেখা হবে
কথা হবে
ভুল বোঝাবুঝি হবে
তবুও কি দিন শেষে
আলোর মিছিল হেসে
আসবে না মোর দরজায়।
আমি উড়ে উড়ে যাব কোনখানে
আমি উড়ে উড়ে যাব কোনখানে
আমি উড়ে উড়ে যাব কোনখানে
আমি উড়ে উড়ে যাব কোনখানে ।
কবে বৃষ্টি নামবে আবার জানিনা
এই হৃদয়ের ছুটোছুটি থামেনা
কিছু গল্প থাকে দোটানায়
কিছু প্রশ্ন তোমার ঠিকানায়
এই শহরের অলিগলি পেরিয়ে
ঐ পুরনো চায়ের দোকান ছাড়িয়ে
কিছু গল্প থাকে দোটানায়
কিছু প্রশ্ন তোমার ঠিকানায় ।
আমি উড়ে উড়ে যাব কোনখানে
আমি উড়ে উড়ে যাব কোনখানে
আমি উড়ে উড়ে যাব কোনখানে
আমি উড়ে উড়ে যাব কোনখানে ।
No comments