Kothagulo Lyrics by Minar Rahman (কথাগুলো লিরিক্স - মিনার)
কথাগুলো লিরিক্স - মিনার রহমান
About Kothagulo Song:
- Song : Kothagulo
- Singer : Minar Rahman
- Lyrics : Isteaque Ahmed
- Tune & Music : Tasnuv, Shuvo & Bullet
- Direction : Isteaque Ahmed
- DOP : MD Solayman
- Assistant Director : Ovi, Noman, M Zaman Shahed
- Label : Soundtek
কথাগুলো লিরিক্স - মিনার রহমান
কত দিন গিয়েছে
কত রবি, কত শনি,
কত রাত জুড়ে চাও
ছুঁয়ে ছুঁয়ে ব্যালকনি,
কত তুমি, কত আমি
কত বেদনায় লেখা,
আজ কত দিন নেই আমাদের দেখা।
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো,
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো।।
কত সুর তুলে তুলে, বাড়িয়েছি
কত কিছু জমা আছে, জানে বায়োলিন,
কত সুর তুলে তুলে, বাড়িয়েছি
কত কিছু জমা আছে, জানে বায়োলিন,
তোমাকেই সব বলে দেবো, তুমি জানো
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো।
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো।।
ঝুম বৃষ্টিরা যত মেঘ, হয়ে দলে দলে
আছে বসে আমাদের, দেখা হবে বলে,
ঝুম বৃষ্টিরা যত মেঘ, হয়ে দলে দলে
আছে বসে আমাদের, দেখা হবে বলে,
জল ছুঁয়ে ভেঙে যাবে, জমা অভিমানও
কথা গুলো পাখি হোক ডানা ঝাপটানো।
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক ডানা ঝাপটানো।
কত দিন গিয়েছে
কত রবি, কত শনি,
কত রাত জুড়ে চাও
ছুঁয়ে ছুঁয়ে ব্যালকনি,
কত তুমি, কত আমি
কত বেদনায় লেখা,
আজ কত দিন নেই আমাদের দেখা।
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও,
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো।।
No comments