Header Ads

Abar Urte Shekhao Song Lyrics by Minar | Bangla Song Lyrics

শিরোনামঃ আবার উড়তে শেখাও
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ রেজওয়ান শেখ
অ্যালবামঃ আবার উড়তে শেখাও

আমি ছিলাম আমারই মতো

ভেঙে সব খেয়াল

তুমি ছিলে তোমারই নিয়মে

গড়েছিলে দেয়াল।


কোন এক পড়ন্ত বিকেলে

কিছু বলেছিলে

অভিমানী ঐ দুটো চোখে

কেন ডেকে ছিলে।


এখন আমি ঘুমিয়ে একা

কোথায় তুমি জানিনা

জানিনা।


আবার উড়তে শেখাও আমায় তুমি

উড়তে শেখাও আমায় তুমি

আবার বাঁচতে শেখাও আমায় তুমি

বাঁচতে শেখাও আমায় তুমি।


ভুলে ভরা ভাঙা এ হৃদয়ে

শুনেছি তোমারই ডাক

মনে পরে দেখেছি দুজনে

উড়ে চলা পাখির ঝাক।


জানালার কাঁচ জুড়ে আছে শুধু

তোমারই আলো

একটি বার শুধু আর একটি বার

বলো আছো ভালো ।


এখন আমি ঘুমিয়ে একা

কোথায় তুমি জানিনা

জানিনা ।


আবার উড়তে শেখাও আমায় তুমি

উড়তে শেখাও আমায় তুমি

আবার বাঁচতে শেখাও আমায় তুমি

বাঁচতে শেখাও আমায় তুমি ।

No comments

Powered by Blogger.