Header Ads

Tumi Thako Kotodure (তুমি থাকো কতদূরে) - Minar Rahman Lyrics

Tumi Thako Kotodure (তুমি থাকো কতদূরে) - Minar Rahman Lyrics

Singer Minar Rahman
Singer Minar Rahman
Music Marcell
Song Writer Mehedi Hasan Limon

Tumi Thako Kotodure Lyrics by Minar

তুমি থাকো কতদূরে
তবু তোমার নাম ধরে,
আমার দিন কেটে যায়।
আবার ভোর হয়ে যায়
ফোটে নতুন আলো,
কীভাবে থাকি বলো?
একলা একা, বুকটা ফাঁকা।

তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।

স্বভাব তোমার বদলে যাবে
এটাই ছিল হওয়ার,
স্মৃতির ব্যথা সইছি একা
দোষ কি আমার একার?

কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার।

তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।

শত নির্ঘুম রাত কেটে যায়
কষ্ট বুকে ধরে,
ভেতরের আর্তনাদ
তুমি বুঝবে বলো, কী করে?

কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার..
তারা রা রা রা.. রারা রারা..

তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।

Tumi Thako Bohu Dure mp3
Tumi Thako koto Dure Lyrics
Tumi Thako Kotodure MP3 Download
Tumi Thako bohu dure Lyrics
Tumi thako koto Dure by Minar Lyrics
Tumi Thako bohudure mp3 download
Tumi Thako Bohudure Lyrics
Tumi Thako Joto Dure Mp3 Song Download

তুমি থাকো কতদূরে Official Music Video 

No comments

Powered by Blogger.