KEU KOTHA RAKHENI ( কেউ কথা রাখেনি ) MINAR RAHMAN | SONG LYRICS 2020
Keu Kotha Rakheni Lyrics by Minar
KEU KOTHA RAKHENI Song Details:
- Song : Keu Kotha Rakheni
- Vocal, Tune, Composition & Lyrics : Minar Rahman
- Music Produced by : Sajid Sarker
- Mix and mastered by : Sajid Sarker
Keu Kotha Rakheni Lyrics In Bengla:
কেউ কথা রাখেনি ভালোবাসেনি
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি,
কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকেনি।
আর ডাকেনি..
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো,
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।
কেউ দূর আকাশে জোছনা মাখে
কেউ জোনাকির আলোয় গল্প লেখে,
কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে
ভুল পংক্তিমালা আবারো হাসে।
আবারও হাসে..
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো,
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।
চেনা পথ গুলো আজ দূরে দূরে
ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়,
সেই পুরোনো ঘর, পুরোনো চাদর
সব স্মৃতি হয়ে দক্ষিনা হাওয়ায় ভাসে।
দক্ষিনা হাওয়ায় ভাসে..
কেউ কথা রাখেনি ভালোবাসেনি
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি,
কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকেনি।
আর ডাকেনি..
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো,
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।
[ সমাপ্ত]
কেউ কথা রাখেনি লিরিক্স - মিনার রহমান
kotha rakheni valobasheni
keu kotha rakheni minar chords
minar new song
jhoom minar lyrics
minar all song
ki tomar naam lyrics
ami to emoni
minar natok song
keu kotha rakheni bangla kobita lyrics
keu kotha rakheni minar mp3 download
minar new song 2020
No comments