Bidhata Goreche Amake (বিধাতা গড়েছে আমাকে) Andrew Kishore | Song Lyrics
Bidhata Goreche Amake Lyrics by Andrew Kishor
Bidhata Goreche Amake Song Details:
- Song : Bidhata Goreche Amake (বিধাতা গড়েছে আমাকে)
- Singer : Andrew Kishore & Konok Chapa
- Lyric, Tune & Music : Ahmed Imtiaz Bulbul
- Language : Bangla
- Label : Agniveena
বিধাতা গড়েছে আমাকে লিরিক্স
বিধাতা গড়েছে আমাকে
তোমাকে শুধু ভালবাসতে
তোমারি কারণে বুঝি এই আমাকে
পৃথিবীতে হলো আসতে
বিধাতা গড়েছে আমাকে
তোমাকে শুধু ভালবাসতে
তোমারি কারণে বুঝি এই আমাকে
পৃথিবীতে হলো আসতে
বিধাতা গড়েছে আমাকে
তোমাকে শুধু ভালবাসতে
তোমাকে চাই আমি এমন করে
মৃত্যুর আগে কেউ জীবন ফিরে চায় যেমন করে
তোমারি আকাশে আমি চাই চিরদিন
চাঁদ হয়ে শুধু ভাসতে
বিধাতা গড়েছে আমাকে
তোমাকে শুধু ভালবাসতে
তোমারি কারণে বুঝি এই আমাকে
পৃথিবীতে হলো আসতে
বিধাতা গড়েছে আমাকে
তোমাকে শুধু ভালবাসতে
তোমাকে ভালবাসি এমন করে
সূর্যটা প্রতিদিন পৃথিবীকে
ভালবাসে যেমন করে
তোমাকে ভালবাসি এমন করে
সূর্যটা প্রতিদিন পৃথিবীকে
ভালবাসে যেমন করে
তুমি যে সাগর আমি নদীর মতো
মোহনাতে চাই মিশতে
বিধাতা গড়েছে আমাকে
তোমাকে শুধু ভালবাসতে
তোমারি কারণে বুঝি এই আমাকে
পৃথিবীতে হলো আসতে
বিধাতা গড়েছে আমাকে
তোমাকে শুধু ভালবাসতে
তোমারি কারণে বুঝি এই আমাকে
পৃথিবীতে হলো আসতে
[ সমাপ্ত ]
Bidhata Goreche Amake Andrew Kishore lyricsandrew kishore porena chokher polok
jibon furiye jabe
jibon furiye jabe mp3
anupam movie songs
purnima video song
shabnur
narir mon movie song
jokhoni tomake dekhechi du chokhe
No comments