Header Ads

Aro Kichukhon Ki Robe Bondhu (আরও কিছুক্ষণ কি রবে বন্ধু) Lyrics - James | Song Lyrics

Aro Kichukhon Ki Robe Bondhu (Nagar Baul) by James

Aro Kichukhon Ki Robe Bondhu Song Credits:

  • Song: Bondhu
  • Artist: James
  • Album: Nirobota

Aro Kichukhon Ki Robe Bondhu Lyrics in Bangla

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।

বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে।

কাজলো সে চোখের অতল গভীরে
হারিয়ে যে আমি একাকার
মিষ্টি সে সুরে রিনিঝিনি কাঁকন
দিয়েছে যে আমায় পরপার
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।

সাগরেরই বুকে উড়ে যায় গাংচিল
তুমি যেন তার ঠিকানা
জীবনেরই পথে একে যাই যার ছবি
তুমি যেন তার উপমা
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে..

[ End ]

nagar baul song lyrics by james
james song mp3 fusionbd
james song 2020
james bheegi bheegi
james tor premete ondho holam
james song lyrics
bangla song james old
best of james bangla song mp3
james baba

No comments

Powered by Blogger.