Header Ads

অভিশাপ দিলে | Ovishap Dile Lyrics - Hasan

Song Credit:
  • Song: Obhishap
  • Artist: Hasan
  • Album: Jonmovumi
  • Band: ARK
  • Lyrics -

অভিশাপ দিলে Lyrics

হাজারো বছর ধরে চলেছি, অন্ধ এক মোহে
ছুটেছি সূর্যেরি দিকে এক নিষ্ঠুর ধূসরতায়
কত বিদ্রোহ করেছি কত রাত কেঁদেছি
কত রক্তের আল্পনায় জীবন এঁকেছি
একি অভিশাপ দিলে, অভিশাপ দিলে!!

একটি মেয়ে চেয়ে আছে ক্ষুধার জ্বালা নিয়ে
তাকে পয়সা দিতে পারো কিছু আনন্দ নিয়ে
যে নারীর অন্তরে দুমুঠো অন্ন চায়
অপেক্ষায় তার পথ চেয়ে কত পূর্ণিমা গত হয়
একি অভিশাপ দিলে, অভিশাপ দিলে!!

চাইনা করুণা চাই সেই হৃদয়
যে হৃদয়ের নেই কোন সংশয়
উযদি হাতে হাত ধরে চলি
জানি আমাদের হবেই বিজয়

কেনো এ অভিনয় তোমারি দু চোখে
হৃদয়ের অতলে এত অশ্রু ঝরে যায়
তবু ভাঙ্গ না শিকল সব হারাবার ভয়ে
একি অভিশাপ দিলে, অভিশাপ দিলে!!

No comments

Powered by Blogger.