Ektukhani (একটুখানি) Lyrics by Minar Rahman
Ektukhani Lyrics by Minar Rahman
Song Credit:
Song : Ektukhani
Singer : Minar Rahman
Lyrics : Asif Iqbal
Tune & Composition : Minar Rahman
Music Arrangement : Sajid Sarker
Director : Mahmudur Rahman Hime
D.O.P : Nazmul Hasan & Shafiqul Alam
Edit & Color : Md. Toufiqul Islam
Chief AD : Jahidul Islam Sujon & Emran Robin
Producer : Asif Iqbal
Label : Gaanchill Music
Singer : Minar Rahman
Lyrics : Asif Iqbal
Tune & Composition : Minar Rahman
Music Arrangement : Sajid Sarker
Director : Mahmudur Rahman Hime
D.O.P : Nazmul Hasan & Shafiqul Alam
Edit & Color : Md. Toufiqul Islam
Chief AD : Jahidul Islam Sujon & Emran Robin
Producer : Asif Iqbal
Label : Gaanchill Music
Ektukhani Song Lyrics In Bengali:
একটুখানি দেখবো বলে
আকাশ পাতাল ইচ্ছে আমার
মনেতে সারাটি ক্ষণ শুধুই উঁকি দিচ্ছে।
তুমি স্বপ্নে দেখা রাজকন্যা যেন
আমায় তুমি দেখেও এখন
দেখছো না যে কেন?
ভালোবাসা বুঝি এমনই তো হয়
কোনো কিছুই, কোনো কিছুই
মানছে না তো হৃদয়।
এত চেনা শহরে, অন্য আদরে
অন্য মায়াতে, আমায় ছেড়ে
তুমি কোথায় বলো চলে যাও?
একটু পাশে রাখবো তোমায়
অবুঝ সবুজ ইচ্ছে আমার,
হৃদয়ে তোমারই গান
শুধুই বুঝি বাজছে।
তুমি রূপকথারই রাজকন্যা যেন
একটু হেসে আমায় তুমি
ডাকছো না যে কেন?
ভালোবাসা তো এমনই হয়
কোনো কিছুই, কোনো কিছুই
মানছেনা তো হৃদয়।
এত চেনা শহরে, অন্য আদরে
অন্য মায়াতে, আমায় ছেড়ে
তুমি কোথায় বলো চলে যাও?
নীল আর হলুদে রাজ প্রহরা মাখামাখি
মনের ভেতরে পাগল ডাকাডাকি,
তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি
আমার দু'চোখে তোমাকে ধরে রাখি,
তোমাকে ধরে রাখি ও..
এত চেনা শহরে, অন্য আদরে
অন্য মায়াতে, আমায় ছেড়ে
তুমি কোথায় বলো চলে যাও?
No comments