SHUDHU TUMI (শুধু তুমি) Lyrics - MINAR RAHMAN
Song Info:
■ Song: Shudhu Tumi
■ Music Director: Rezwan Sheikh
■ Singer: Minar Rahman
■ Lyrics: Rezwan Sheikh
■ Label: Suranjoli
■ Release Date: Jun 11, 2018
Shudu Tutmi by Minar Lyrics
এতো কাছে ছিলে তবুও,
করি নি খেয়াল।
তোমার আমার মাঝে,
অদৃশ্য দেয়াল।
তোমাকেই বুঝি খুঁজেছি,
আমি এতোকাল।
এক ঝলকেই বদলে গেলো,
আমার দিনকাল।
যাকে চেয়েছি - তাকে পেয়েছি,
সুন্দর হলো সকাল।
আমি জেনেছি - আমি মেনেছি,
তুমি আমার চিরকাল।
আমার শুধু একটা তুমি চাই,
তা কি বোঝনা ?
তুমিও আমাকে ছাড়া,
কিছু খোঁজনা। [২]
খোঁজনা !
হাসলে তুমি,হাসে সবুজ,
সুখে ভরে থাকে, চারপাশ।
তুমি তাকালে,রোদে হাসে,
মন খারাপের আকাশ।
যাকে চেয়েছি - তাকে পেয়েছি,
সুন্দর হলো সকাল।
আমি জেনেছি - আমি মেনেছি,
তুমি আমার চিরকাল।
আমার শুধু একটা তুমি চাই,
তা কি বোঝনা ?
তুমিও আমাকে ছাড়া,
কিছু খোঁজনা। [২]
খোঁজনা !
রাখি তোমায়,চোখের নীলে,
ছায়ায় তোমার,বারো মাস।
থাকি আমি,তোমার খোঁজে,
ছড়িয়ে সুবাস।
যাকে চেয়েছি - তাকে পেয়েছি,
সুন্দর হলো সকাল।
আমি জেনেছি - আমি মেনেছি,
তুমি আমার চিরকাল।
আমার শুধু একটা তুমি চাই,
তা কি বোঝনা ?
তুমিও আমাকে ছাড়া,
কিছু খোঁজনা। [৪]
খোঁজনা !
করি নি খেয়াল।
তোমার আমার মাঝে,
অদৃশ্য দেয়াল।
তোমাকেই বুঝি খুঁজেছি,
আমি এতোকাল।
এক ঝলকেই বদলে গেলো,
আমার দিনকাল।
যাকে চেয়েছি - তাকে পেয়েছি,
সুন্দর হলো সকাল।
আমি জেনেছি - আমি মেনেছি,
তুমি আমার চিরকাল।
আমার শুধু একটা তুমি চাই,
তা কি বোঝনা ?
তুমিও আমাকে ছাড়া,
কিছু খোঁজনা। [২]
খোঁজনা !
হাসলে তুমি,হাসে সবুজ,
সুখে ভরে থাকে, চারপাশ।
তুমি তাকালে,রোদে হাসে,
মন খারাপের আকাশ।
যাকে চেয়েছি - তাকে পেয়েছি,
সুন্দর হলো সকাল।
আমি জেনেছি - আমি মেনেছি,
তুমি আমার চিরকাল।
আমার শুধু একটা তুমি চাই,
তা কি বোঝনা ?
তুমিও আমাকে ছাড়া,
কিছু খোঁজনা। [২]
খোঁজনা !
রাখি তোমায়,চোখের নীলে,
ছায়ায় তোমার,বারো মাস।
থাকি আমি,তোমার খোঁজে,
ছড়িয়ে সুবাস।
যাকে চেয়েছি - তাকে পেয়েছি,
সুন্দর হলো সকাল।
আমি জেনেছি - আমি মেনেছি,
তুমি আমার চিরকাল।
আমার শুধু একটা তুমি চাই,
তা কি বোঝনা ?
তুমিও আমাকে ছাড়া,
কিছু খোঁজনা। [৪]
খোঁজনা !
[ সমাপ্ত ]