Header Ads

Fire Esho (ফিরে এসো) Tahsan Ft Adit Lyrics


Fire Esho (ফিরে এসো) Tahsan

Song info:

  • Song: Fire Esho
  • Singer: Tahsan
  • Lyrics: Shomeshwar Oli
  • Tune & Music: Adit
  • Album: Mon Doriya
  • Label: Eagle Music


জানলে না যে কখনও
কি ব্যথা এ বুকে লুকনো
পারছি না তো বোঝাতে
শূন্য এই পাঁজরে
ছিলে তো আদরে

ফিরে এসো আবার দূরে থাকা ফুরোলে
ভালবেসো আমায় ব্যথা গুলো জুড়োলে
জানলে না যে কখনও
কি ব্যথা এ বুকে লুকনো

বাতাসে যা আসে
ডানা ভাঙ্গা স্মৃতি জানি
আগুনে ফাগুনে
কেন তুমি অভিমানী
কত যে আশা কি যে পিপাশা এই বুকে
ভুলে কি রবে তুমি নিরবে কি সুখে

ফিরে এসো আবার দূরে থাকা ফুরোলে
ভালবেসো আমায় ব্যথা গুলো জুড়োলে
জানলে না যে কখনও
কি ব্যথা এ বুকে লুকনো

আলো তে কালো তে
আজও আমি বাসি ভালো
ছায়া তে মায়াতে
কেন করো অগোছালো

কত যে আশা কি যে পিপাশা এই বুকে
ভুলে কি রবে তুমি নিরবে কি সুখে
ফিরে এসো আবার দূরে থাকা ফুরোলে
ভালবেসো আমায় ব্যথা গুলো জুড়োল

No comments

Powered by Blogger.